প্রতিবেদন : কলকাতা মেট্রোয় এবার নয়া চমক। ড্রাইভার ছাড়াই গড়াবে মেট্রো রেলের চাকা। প্রথমে একটি রুটে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু হবে। আগামিদিনে কলকাতার সব ক’টি করিডরে স্বয়ংক্রিয়ভাবে মেট্রো চলবে। তখন চালকের ভূমিকা হবে শুধু তদারকি করা। রবিবার ছিল চালকহীন মেট্রোর ট্রায়াল রান। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত রুটে অটোমেটিক ট্রেন অপারেশন বা এটিও পদ্ধতি কাজে লাগিয়ে চালানো হল ট্রেন। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত অংশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ট্রেন চালানো এবং তা নিয়ন্ত্রণ করার জন্য রেলওয়ে সেফটি কমিশনারের প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে। দীর্ঘদিন ধরেই এই পদ্ধতিতে ট্রেন চালানোর পরীক্ষা-নিরীক্ষা করছিলেন মেট্রো কর্তৃপক্ষ। তারই ফলাফল খতিয়ে দেখে মেট্রোর দায়িত্বপ্রাপ্ত কমিশনার অফ রেলওয়ে সেফটি গত সপ্তাহে ছাড়পত্র দেয়।
আরও পড়ুন-জাতীয় সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ কেন্দ্র
তার পরেই এদিন ছিল ট্রায়াল রান। ট্রায়াল রান পুরোপুরি সফল বলে দাবি করেছে মেট্রো। এদিন সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের মধ্যে প্রায় ২ ঘণ্টা ৭৪ কিলোমিটার গতিবেগে এই ট্রায়াল রান চলে। নতুন ব্যবস্থায় আগের চেয়ে কম সময়ের ব্যবধানে ট্রেন চালানো যাবে বলেই মনে করছেন মেট্রো কর্তারা। তবে ঠিক কবে থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ট্রেন চলবে তা এখন নির্দিষ্ট করে বলতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ।