কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির মধ্যে নজিরবিহীন বিতর্ক নিয়ে সরাসরি মন্তব্য করতে না চাইলেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, যা ঘটেছে তা দুঃখজনক এবং অনভিপ্রেত। শনিবারের পর সোমবারও অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি শীর্ষ আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সওয়াল করেন। তাঁর বক্তব্য, প্রায়দিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একই ধরনের মন্তব্য করে চলেছেন। আগেও তিনি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নানা মন্তব্য করেছেন। তাঁর অভিযোগের সমর্থনে তথ্য তুলে ধরতে আদালতে একটি ভিডিয়োও পেশ করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আদালত অবশ্য ৩ মাসের মধ্যে একসঙ্গেই যাবতীয় তথ্য পেশ করতে বলে।
আরও পড়ুন- এবার আবাস যোজনার বাড়ি করে দেওয়ার উদ্যোগ রাজ্যের, পঞ্চায়েতে আরও ১,৫০০ কোটি