চোপড়ায় জনসংযোগে জনজোয়ার, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উচ্ছ্বাস

মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আজ দুই দিনাজপুর মিলিয়ে মোট পাঁচটি কর্মসূচি (তিনটি পদযাত্রা এবং দুটি সভা) মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Must read

চোপড়ায় (Chopra) জনসংযোগে জনজোয়ারের এলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরকন্যা থেকে হেলিকপ্টারে প্রথমে তিনি চোপড়ায় আসেন আর সেখানেই তাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস উন্মাদনা ছিল দেখার মত। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আজ দুই দিনাজপুর মিলিয়ে মোট পাঁচটি কর্মসূচি (তিনটি পদযাত্রা এবং দুটি সভা) মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন-বিরাটকে দেখে শেখো : রোহিত

এদিন সকাল ১১ টা ২৮ মিনিট নাগাদ চোপড়ার অস্থায়ী হেলিপ্যাডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। হেলিকপ্টার থেকে নামার পর সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকেই পদযাত্রা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীকে দেখার জন্য রাস্তার দু’পাশে অসংখ্য মানুষের ভিড় চোখে পড়ে। দলীয় কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ প্রত্যেকের হাতেই ছিল প্ল্যাকার্ড, যেখানে একদিকে যেমন রাজ্য সরকারের থেকে প্রাপ্ত সুযোগ সুবিধার কথা উল্লেখ করা আছে, ঠিক তারই পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন চোপড়াবাসী। প্রায় দেড় কিলোমিটার রাস্তা জুড়ে যেভাবে মানুষ বাংলার ‘দিদি’কে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন তাতে চোপড়াবাসীর উদ্দীপনা চোখে পড়ার মতো। পদযাত্রার মাঝেই মহিলা কর্মী সমর্থক থেকে শিশু, যুবক থেকে বৃদ্ধ সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শেষ করে পৌনে বারোটা নাগাদ ইসলামপুরের উদ্দেশে রওনা দেন তিনি।

Latest article