গান্ধীজির প্রয়াণদিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য

৩০শে জানুয়ারী দিনটিকে ‘বাপু’, মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মৃত্যুবার্ষিকী (Death Anniversary) হিসেবে চিহ্নিত করা হয়

Must read

৩০শে জানুয়ারী দিনটিকে ‘বাপু’, মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মৃত্যুবার্ষিকী (Death Anniversary) হিসেবে চিহ্নিত করা হয়। ১৯৪৮ সালের এই দিনে গান্ধী তার নিয়মিত সভাগুলির একটির পরে বিড়লা হাউসের প্রাঙ্গণে নাথুরাম গডসে তাঁকে হত্যা করেছিলেন। এই দিনটিকে ভারত শহীদ দিবস হিসেবে পালন করে দেশের জন্য জীবন উৎসর্গ করা সমস্ত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে। মহাত্মা গান্ধী, যিনি ‘জাতির জনক’ হিসাবে পরিচিত, তিনি অহিংস আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তার মৃত্যুবার্ষিকীকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় এবং তাঁর দর্শন অর্থাৎ অহিংসা, সত্যের জন্য লড়াইকে শ্রদ্ধা জানানো হয়। প্রতি বছর, ৩০শে জানুয়ারী, দিল্লির রাজ ঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে শহীদ দিবস উদযাপন করা হয়।

আরও পড়ুন-‘ভারতকে পথ দেখাবে বাংলা’ আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী

আজকের এই বিশেষ দিনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হল অন্যের সেবায় নিজেকে লিপ্ত করা। শহীদ দিবসে, আমি আমার জীবনে এবং প্রতিটি ভারতীয় নাগরিকের বিবেকে মহাত্মা গান্ধীর গভীর প্রভাবের প্রতিফলন আশা করি। তাঁর শিক্ষা আমাকে প্রতিটি ক্ষেত্রে অনুপ্রাণিত করে চলেছে।’

 

Latest article