বিএসএফ-এর দেওয়া কার্ডের বিরুদ্ধে সোমবারের পরে মঙ্গলবারও গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। বালুরঘাটের সভা থেকে তিনি স্পষ্ট নির্দেশ দেন সীমান্ত পেরিয়ে যাঁরা কাজে যান তাঁদের পারমিট দেবেন জেলাশাসক। বিএসএফ-এর কোনও কার্ড তাঁরা নেবেন না।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিএসএফ সীমান্তে অত্যাচার চালাচ্ছে। নির্বাচনের সময় বিএসএফ ভোটার লাইন কন্ট্রোল করে। বিস্ফোরক অভিযোগ করেন মমতা। “এবারে যদি একটাও এরকম ঘটনা শুনি তাহলে দ্বায়িত্ব নিয়ে বলছি ইলেকশন চলে যাবে আমরা থাকব। তখন কথাটা মনে থাকবে।“
এরপরেই মমতা স্পষ্ট নির্দেশ দেন বিএসএফ-এর দেওয়া কার্ড কেউ নেবেন না। এপার থেকে যাঁরা সীমান্ত পেরিয়ে ওপারে যান, তাঁরা জেলাশাসকের থেকে ইনার কার্ড পারমিট নিয়ে যাবেন। মুখ্যমন্ত্রী জানান, “পরিযায়ী শ্রমিকের পোর্টাল করে দিয়েছি। তার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আগামী দিনে কাজ আপনাকে খুঁজবে। আপনাকে কাজ খুঁজতে হবে না”।
আরও পড়ুন- অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে গেল প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা
মুখ্যমন্ত্রী জানান, আগে প্রতি বছর বন্যা হত। বালুরঘাট মানেই ছিল বন্যা। কিন্তু তৃণমূল জমানায় বালুরঘাটের বন্যা এখন নিয়ন্ত্রণে। এদিন, ২০০ কোটি টাকার উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। ২ লক্ষ মানুষের হাতে সরাসরি পরিষেবা পৌঁছাবে বলে জানান। দক্ষিণ দিনাজপুরে ৩লক্ষ ৩৯ হাজার এর মধ্যে ১ লক্ষ ৩৩ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে গিয়েছে। বালুরঘাট সাংস্কৃতিক শহর। নাট্য উৎকর্ষ কেন্দ্র রয়েছে। মিউজিয়াম, স্টেডিয়াম সংস্কার করেছে রাজ্য সরকার। গঙ্গারামপুরে মার্কেট কমপ্লেক্স হয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পরিষেবা প্রদান সভায় স্কুলের ছাত্র-ছাত্রীরাও ছিল। তাদের বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে বলে, বুধবার বালুরঘাটের সব স্কুলে ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।