সাইবার প্রতারণা এড়াতে ম্যারেজ রেজিস্ট্রেশন পোর্টালে বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। ২০১৯-এ রাজ্যের তরফে একটি পোর্টাল চালু করা হয়। যেখানে অনলাইনে পাত্রপাত্রীরা বিয়ের রেজিস্ট্রির জন্য আবেদন জানাতে পারেন। এই পোর্টালে বিয়ের যাবতীয় তথ্য ডিজিটাল আকারে সংরক্ষণ করা হয়। বিয়ের সাক্ষী হিসেবে থাকা ব্যক্তিদের আধার কার্ড সহ আঙুলের ছাপও সংরক্ষণ করা হত। সঙ্গে পাত্রপাত্রীর মোবাইল নম্বর-সহ একাধিক ব্যক্তিগত তথ্যও লিখে রাখা হত। কিন্তু যেভাবে সাইবার প্রতারণা বাড়ছে, তাতে মানুষের ব্যক্তিগত তথ্য আর নিরাপদ নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরই প্রেক্ষিতে স্বরাষ্ট্র দফতর নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে রেজিস্ট্রি বিয়েতে ওয়েবসাইট থেকে পাত্র-পাত্রীর আধার সংক্রান্ত তথ্য এবং বায়োমেট্রিক তথ্য সরিয়ে দেওয়া হবে। ফলে ওয়েবসাইট থেকে কেউ আর বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আধার কার্ডের নম্বর ও আঙুলের ছাপের তথ্য পাবেন না। সমস্ত তথ্য চলে যাবে স্বরাষ্ট্র দফতরের কাছে। ফলে পোর্টাল কখনও হ্যাক হলেও কারও ব্যক্তিগত তথ্য জানতে পারবে না প্রতারকেরা।
আরও পড়ুন- ঘাটাল বিজেপিতে ভাঙন, নেতা-সহ ৬৪ জন তৃণমূলে