প্রতিবেদন : উত্তর কোরিয়ার রাশ কার হাতে থাকবে তা নিয়ে মাঝেমধ্যেই ব্যাপক চর্চা চলে। দেশের একনায়কতান্ত্রিক শাসক কিম জং উনের শারীরিক অবস্থা সম্পর্কে নানা সময়ে একাধিক জল্পনা প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে ভবিষ্যতে কে তাঁর স্থলাভিষিক্ত হবেন? কিছুদিন আগে পর্যন্তও কিমের এক বোনকে ঘিরে জল্পনার পারদ চড়েছিল। বিশেষত সেই বোনকে সঙ্গে নিয়ে যখন বিভিন্ন সরকারি কর্মসূচিতে দেখা যাচ্ছিল কিমকে। আর এবার সামনে এল আরেক নজরকাড়া তথ্য।
আরও পড়ুন-সর্বদল বৈঠকেও বাংলার বকেয়া নিয়ে সরব তৃণমূল
জানা গিয়েছে, কিম জং উনের উত্তরসূরি খোঁজার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দক্ষিণ কোরিয়ার এক গোয়েন্দা সংস্থা রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, আর কেউ নয় কিম জং উন-এর উত্তরসূরি হতে চলেছে তাঁরই ছোট মেয়ে, কিম জু এ। বর্তমানে অবশ্য তার বয়স মাত্র ১০ বছর। কিন্তু ছোট্ট হলেও রাজনৈতিক জগতে তার পরিচিতি নিতান্তই কম নয়। গত এক বছর ধরে বাবার সঙ্গে প্রকাশ্য কর্মসূচিতে নজর কেড়েছে কিম জং উনের এই ছোট্ট মেয়েটি। আর এরপরই শুরু হয়েছে গুঞ্জন, কিমের উত্তরসূরি হিসাবে মেয়ে কিম জু এ নাকি সবচেয়ে বড় দাবিদার।
আরও পড়ুন-সাসপেনশন উঠল অধিবেশনের আগেই
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় প্রথমবার বাবার সঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছিল কিম জু এ-কে। তারপর থেকেই বাবার সঙ্গে ক্রমাগত বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় ছোট্ট মেয়েটিকে। কখনও সামরিক কুচকাওয়াজের সময় ভিআইপি স্ট্যান্ডে হাততালি দিতে বা কখনও বাবার সঙ্গে বিমান বাহিনীর সদর দফতরও পরিদর্শন করে এবং বাবার সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা গিয়েছে জুকে। আর জু-এর এমন পদক্ষেপই এখন রাজনীতির অন্যতম চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। সেইসঙ্গে প্রশ্ন উঠছে, এত ছোট্ট মেয়ে কীভাবে বাবার উত্তরসূরি হবে?
আরও পড়ুন-দিল্লিতে শিকেয় নারীসুরক্ষা
তবে বর্তমানে যেভাবে কোরিয়ার সংবাদমাধ্যম থেকে শুরু করে রাজনীতির ময়দানে কিম জু এ-র প্রভাব বাড়ছে তা থেকেই স্পষ্ট হচ্ছে কিম জং উনের উত্তরসূরি হতে পারেন তাঁর ছোট মেয়ে। পরবর্তী সময়ে যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য কিম জং উন আগে থেকে উত্তরাধিকার প্রক্রিয়া এগিয়ে রাখতে চাইছেন বলেও খবর।