রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙেছে ডিএস কলেজের সামনে, অধীরকে নিশানা দেবাংশুর

বাংলা বিহার সীমান্তে রাহুল গান্ধীর (Rahul Gandhi) গাড়ির কাঁচ ভাঙল। কিন্তু ঠিকই কীভাবে ভাঙল, জানেনই না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

Must read

বাংলা বিহার সীমান্তে রাহুল গান্ধীর (Rahul Gandhi) গাড়ির কাঁচ ভাঙল। কিন্তু ঠিক কীভাবে ভাঙল, জানেনই না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী! তিনি মন্তব্য করেন, ‘বুঝে নিন, কে ভাঙতে পারে।’ এই ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা। গাড়ির উইন্ড স্ক্রিন পুরোটাই ভেঙে গিয়েছে। কাটিহার এলাকা দিয়ে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা যাওয়ার সময় আচমকাই গাড়িতে হামলা হয়।

আরও পড়ুন-৩ তারিখ রেড রোডে বঞ্চিতদের জমায়েতের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, ‘বুঝে নিন কে ভেঙেছেন, যাঁরা ভাঙার, তাঁরাই ভেঙেছেন। বাংলার সংস্কৃতি অতিথি দেব ভব। আমরা কাউকে অবজ্ঞা করি না অতিথি অ্য়াপায়নের ক্ষেত্রে। প্রতি পদে হামলা হচ্ছে। কোচবিহার থেকে শুরু হয়েছে এটা। তাঁকে সভা করতে না দেওয়া, বলতে না দেওয়া-যত রকমের বিরোধিতা করা সম্ভব সব হচ্ছে। আমি কীভাবে বলব, আমি তো গাড়ির মধ্যে বসে ছিলাম।’

আরও পড়ুন-‘বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিকাল ফাইট আমরাই করব’ বাম-কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

এই মন্তব্যের নিন্দা করে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙেছে ডিএস কলেজের সামনে। এই কলেজের অবস্থান বিহারের কাটিহারে। অধীর চৌধুরী কি বাংলাকে বদনাম করার টেন্ডার পেয়েছেন বিজেপির থেকে? অকারণ বাংলার মুখে কালি লাগালে বাংলাবিরোধীরাই আনন্দিত হতে পারে। অধীর বাবুর অতি উত্তেজনা দেখে এখন আমার সন্দেহ, ইন্ডিয়া জোটে ফাটল ধরাতে তারই দলবল এ কান্ড ঘটায়নি তো?’

 

Latest article