এবার ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের জেল

Must read

তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিল আদালত। সেই সঙ্গে ৭৮ কোটি ৭০ লাখ টাকা জরিমানা করেছে পাকিস্তানের আদালত। বুধবার এই রায় ঘোষণা করে ইসলামাবাদের অ্যাকাউন্টিবিলিটি কোর্ট। এদিনের রায়ে জেল-জরিমানা ঘোষণার পাশাপাশি ইমরান খানের উপর পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে ১০ বছরের জন্য নিষেধাজ্ঞাও দিয়েছে আদালত।

আরও পড়ুন- BSF-কার্ড নিলে এনআরসির কোপে পড়ে যেতে পারেন! সতর্ক করলেন মমতা

আগামী ৮ ফেব্রুয়ারি পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। পুলিশি অভিযান ও মামলায় দিশাহারা ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে গিয়ে পদে পদে বাধা পাচ্ছেন। নির্বাচন কমিশন (ইসিপি) ও আদালতের নিষেধাজ্ঞার কারণে নির্বাচনে দলের প্রতীক ক্রিকেট ব্যাটও ব্যবহার করতে পারছেন না তাঁরা। এই পরিস্থিতির মধ্যেই এই রায় আদালতের। এর আগে মঙ্গলবারই রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের (সাইফার) মামলায় ইমরান খান এবং তাঁর দল পিটিআইয়ের সহসভাপতি শাহ মেহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের একটি বিশেষ আদালত। সব মিলিয়ে জেলবন্দি ইমরানকে সবরকমভাবে পর্যুদস্ত করতে নেমেছে বর্তমান পাক সরকার।

Latest article