১২০টি প্রকল্পের উদ্বোধন, ব্যয় ১৮১৫৩.৩২ লক্ষ টাকা
১৪০টি প্রকল্পের শিলান্যাস, বরাদ্দ ৮৮০৪৩.১৭ লক্ষ টাকা
উদ্বোধন : ২০৩২ লক্ষ টাকা ব্যয়ে চুনাখালি জলঙ্গি সড়কের ২৯ কিমি থেকে ৪১ কিমি উন্নতিকরণ। ১৩২৯ লক্ষ টাকা ব্যয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ১০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন নির্মাণ। ১১১ লক্ষ টাকা ব্যয়ে সুতি ২ নম্বর ব্লকের মহিষাইল গ্রামীণ জনস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতাল নির্মাণ। ১৩৯ লক্ষ টাকা ব্যয়ে জঙ্গিপুর এস ডি এইচ হাসপাতালে ২৪ শয্যাবিশিষ্ট হাইব্রিড সিসিইউ। ১২৫ লক্ষ টাকা ব্যয় মুর্শিদাবাদ জেলা হাসপাতালে পাবলিক হেলথ ল্যাবরেটরি।
শিলান্যাস : ১১২৩৮ লক্ষ টাকা ব্যয়ে কুলি-মোড়গ্রাম ৩৭ কিমি রাস্তার প্রশস্তিকরণ। ১১৭২ লক্ষ টাকা ব্যয়ে শেরপুর-বিষ্ণুপুর রাস্তার ছয় কিমি সম্প্রসারণ। ১১৪৫ লক্ষ টাকা ব্যয়ে ধুলিয়ান পুরসভার গঙ্গা তীর পুনরুদ্ধার। ৩৪০৭ লক্ষ টাকা ব্যয় সামশেরগঞ্জ থানার গঙ্গা তীরে ভাঙন রোধে পাথরের আস্তরণ বসানো। ৯৬২৭ লক্ষ টাকা ব্যয়ে জেলার ১৬টি ব্লকের প্রাথমিক-উচ্চপ্রাথমিক-মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ, সায়েন্সল্যাব, ডাইনিং হল, শৌচালয়। ৬৬০০ লক্ষ টাকা ব্যয়ে বেলডাঙা পুরসভা এলাকায় ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্প।
আরও পড়ুন- BSF-কার্ড নিলে এনআরসির কোপে পড়ে যেতে পারেন! সতর্ক করলেন মমতা