উৎসবের মাঝেই প্রদীপ নিভিয়ে পরলোক গমন করলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে এসএসকেএমের বাইরে ফিরহাদ হাকিম জানিয়েছিলেন ধমনীতে স্টেন্ট বসানোর পর ভালো ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। দীপাবলির রাতে বাথরুম থেকে বেরনোর পথে হৃদরোগে আক্রান্ত হন। আবার কিছুক্ষনের মধ্যেই একটা ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়। রাত ৯ টা ২২ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন পঞ্চায়েতমন্ত্রী।
আরও পড়ুন-দশভুজা তিনি, বাড়ির কালীপুজো একা হাতে সামলালেন মুখ্যমন্ত্রী, সঙ্গে নবনীড়
এই মর্মে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শোকপ্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লিখলেন,
“সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত।
দীপাবলির রাতে হঠাৎ আঁধার।
শুধু তৃণমূল পরিবারের ক্ষতি নয়, সার্বিক রাজনীতির নক্ষত্রপতন।
দক্ষ মন্ত্রী, সফল মেয়র, ছাত্র যুব শ্রমিক ফ্রন্টের নেতা, মোহনবাগানপ্রেমী, পুজোপাগল, রসিক, বর্ণময়, উদার, চিরসবুজ সুব্রতদাকে মিস্ করব।”
সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত।
দীপাবলির রাতে হঠাৎ আঁধার।
শুধু তৃণমূল পরিবারের ক্ষতি নয়, সার্বিক রাজনীতির নক্ষত্রপতন।
দক্ষ মন্ত্রী, সফল মেয়র, ছাত্র যুব শ্রমিক ফ্রন্টের নেতা, মোহনবাগানপ্রেমী, পুজোপাগল, রসিক, বর্ণময়, উদার, চিরসবুজ সুব্রতদাকে মিস্ করব।— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 4, 2021