মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর সফরের প্রতিটি জায়গাতেই রোড শো করছেন। বুধবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন মালদহ ও মুর্শিদাবাদ দুই জেলাতেই রোড শো করেন তিনি। মালদহে সভার আগে হলেও বহরমপুরে প্রশাসনিক সভা শেষে পথে নামেন মুখ্যমন্ত্রী। আর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নামেন তখন স্বাভাবিক ভাবেই জনসমুদ্রে ভেসে যান। এদিনও সেই ছবি ধরা পড়েছে।
বুধবার সকাল ১১:৩৫ মিনিটে মালদহের পুলিশ লাইন হেলিপ্যাড পৌঁছানো মাত্রই উচ্ছ্বাসে ভাসলেন সাধারণ মানুষ। কপ্টারে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস আর হেলিপ্যাড গ্রাউন্ডে আগে থেকে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও বাবুল সুপ্রিয় এবং স্বরাষ্ট্র সচিব। শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। গতিপথ ছিল মাত্র এক কিলোমিটারের, কিন্তু মানুষের ভালোবাসায় বারবার নিজের গতি শ্লথ করলেন মানবিক মুখ্যমন্ত্রী। আর কে মিশন রোডে এক অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন। কখনও মহিলাদের সঙ্গে হাত মিলিয়েছেন কখনও আবার বৃদ্ধার অভিযোগ শুনে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে নির্দেশ দিলেন সমস্যা মেটানোর জন্য। চলার পথে অভিরামপুরে কালীমন্দিরে পুজো দিলেন, স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জানালেন বাংলার ‘দিদি’।
আরও পড়ুন- গাজোলে চালু হল হাসপাতাল, গৃহহারাদের বাড়ি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য অসুস্থ এক বয়স্ক হুইলচেয়ারে করে এসেছিলেন, সবার আগে তাঁর দিকে এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। অরুপ বিশ্বাস ফিরহাদ হাকিমকে নির্দেশ দিলেন তাঁর দিকে লক্ষ্য রাখার জন্য। এরপর বহরমপুরও সেই চেনা ছবি। এখনকার প্রশাসনিক সভা শেষ করে কলেজ মোড় থেকে হেলিপ্যাড গ্রাউন্ড পর্যন্ত তাঁর রোড শো চলে।