রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। প্রস্তুতি প্রায় শেষ মধ্যশিক্ষা পর্ষদের। তবে পরীক্ষার কেন্দ্রে কী কী নিয়ে যাওয়া যাবে না তা নিয়ে আগেই এক নির্দেশিকা দিয়েছিল পর্ষদ কর্তৃপক্ষ। এবার সেই তালিকায় যোগ হল আরও একটি জিনিস। পরীক্ষার হলে জলের বোতল নিয়ে ঢুকতে পারবেন না পরীক্ষার্থীরা। এমনকী রাখা যাবে না টাকার ব্যাগও৷ শেষ মুহূর্তে এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এদিকে যেহেতু পড়ুয়াদের জলের বোতল নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে তাই পরীক্ষাকেন্দ্রের প্রতিটি ঘরে রাখা থাকবে পানীয় জল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী, বই, নোটসের মতো কোনওরকম পড়াশোনার সামগ্রী, ফাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, পেন ড্রাইভ, লগ টেবিল, বৈদ্যুতিন পেন/ স্ক্যানার, কার্ডবোর্ড, জলের বোতল, মোবাইল ফোন, ব্লুটুথ যন্ত্র, কিন্ডেল রিডার, ইয়ারফোন/ বাডস, ট্যাব, পেজার্স, হেল্থ ব্যান্ড, ক্যামেরা, ইত্যাদি সামগ্রী নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ।
আরও পড়ুন- জনসংযোগে জনসমুদ্রে জননেত্রী