সংবাদদাতা, রায়গঞ্জ : প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে আগুন নিভছেই না। দিন দিন বিস্ফোরণের জায়গা নিচ্ছে। রায়গঞ্জের ঘটনা তা আরও একবার প্রমাণ করল। ভূমিপুত্রকেই প্রার্থী চাই, এই স্লোগান দিয়ে রীতিমতো দণ্ডি কাটলেন বিজেপির নেতা, কর্মীরা। বিজেপি কর্মীরা যে দলের সিদ্ধান্ত নিয়ে ক্ষিপ্ত বৃহস্পতিবার রায়গঞ্জের সঙ্গে সাক্ষী থাকল গোটা রাজ্যও। বিগত লোকসভা নির্বাচনে জয়লাভ করেও রায়গঞ্জবাসীর জন্য কোনও উন্নয়ন করতে পারেননি বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী।
আরও পড়ুন-লজ্জা নেই শূন্য সিপিএমের, কংগ্রেসের দালালি গণশক্তির
উন্নয়নের দাবিতে ও বঞ্চনার প্রতিবাদে রায়গঞ্জে দণ্ডি কাটলেন শহরের নাগরিক সমাজের একাংশ। এই আন্দোলনের প্রধান নেতা স্বয়ং বিজেপি-র প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। যিনি এখনও বিজেপি দলের সক্রিয় নেতা। যদিও রায়গঞ্জবাসীর ক্ষোভের কথা প্রকাশ্যে বলায় শোকজ লেটার পাঠানো হয় তার বিরুদ্ধে। এদিন রায়গঞ্জ শহরের ঘড়িমোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত গান্ধীমূর্তির পাদদেশে এই দণ্ডি অভিযান শেষ হয়৷ প্রধান দাবি রায়গঞ্জ লোকসভা আসনে ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে রাখা। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানান, রায়গঞ্জে এইমস হাসপাতাল স্থাপন করার কথা থাকলেও তা হয়নি, রেলের উন্নয়ন, রায়গঞ্জ যানজট মুক্ত করতে ফ্লাইওভার নির্মাণ, রায়গঞ্জ-বারসই সড়ক পথ নির্মাণ কিছুই হয়নি। হয়নি রেল যোগাযোগের উন্নতি। তাই আসন্ন লোকসভা ভোটে রায়গঞ্জের মতন গুরুত্বপূর্ণ আসনে কোনও বহিরাগত বা প্যারসুট প্রার্থী তাঁরা চান না৷ রায়গঞ্জের ভূমিপুত্র কাউকেই প্রার্থী হিসেবে চান। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, বিদায়ী রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বিগত ৫ বছরে কোনও কাজ করতে পারেননি তা বারবার আন্দলনে নেমে বিজেপি নেতারা নিজেরাই বুঝিয়ে দিয়েছেন জেলার মানুষের কাছে। দণ্ডি কেটে প্রার্থী নির্বাচনে বিজেপির এই প্রতিবাদের দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে বারবার সম্প্রচারিত হচ্ছে এই খবর। এতে বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব।