বিজেপিকে ঘোড়া কেনাবেচার সুযোগ করে দিতে ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রীর শপথে অহেতুক দেরি করেছেন রাজ্যপাল। শেষপর্যন্ত শুক্রবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন জেএমএম নেতা চম্পাই সোরেন। এদিন বেলা ১২টার পর রাজভবনে পৌঁছে শপথগ্রহণ করেন বর্ষীয়ান বিধায়ক চম্পাই সোরেন।
আরও পড়ুন- রাষ্ট্রপতি শাসন চালানোর ষড়যন্ত্র মোদি সরকারের, শঙ্কা ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’-এ
এদিন সকাল থেকেই রাজভবনের সামনে ভিড় জমাতে শুরু করেছিলেন জেএমএম কর্মী-সমর্থকরা। চম্পাইয়ের সমর্থনে সকাল থেকেই তাঁদের স্লোগান দিতে শোনা যায়। ঝাড়খণ্ডের সপ্তম মুখ্যমন্ত্রী হিসাবে চম্পাই সোরেনকে রাঁচির রাজভবনে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ। তবে শুধু চম্পাই নন, এদিন তাঁর সঙ্গেই মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কংগ্রেস বিধায়ক আলমগির আলম ও আরজেডির সত্যানন্দ ভোক্তা। আগামী দশদিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে চম্পাই সোরেনকে। বিরোধীদের আশঙ্কা, তার মধ্যেই বিধায়ক কেনাবেচার চেষ্টা করবে বিজেপি। বৃহস্পতিবারও চার জেএমএম বিধায়ক বেপাত্তা ছিলেন বলে খবর পাওয়া যায়। ফলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আগে চাপে থাকতে হবে ঝাড়খণ্ডের শাসক জোটকে।