রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপনে শুক্রবার লোকসভায় বক্তব্য রাখলেন তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার। তিনি প্রশ্ন তোলেন, নতুন সংসদ ভবন উদ্বোধনে কেন আমন্ত্রণ পেলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু? কাকলির অভিযোগ, চন্দ্রযানের কৃতিত্ব বিজেপি নিজেদের বলে চালাতে চায়। অথচ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার কৃতিত্ব শুধুমাত্র বিজ্ঞানীদের। কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির কৃতিত্ব নয়। এদিন তাঁর বক্তব্যে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের একটি বিজ্ঞপ্তির সমালোচনা করে কাকলি বলেন, চিকিৎসকদের বন্ডেড লেবারের মতো কাজ করাতে চায় কেন্দ্র। চিকিৎসকদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরার ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য হাসপাতালগুলিকে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চিকিৎসক-অধ্যাপকদের কাজ বাধ্যতামূলক করতে বিজ্ঞপ্তির বিরোধিতা করেছেন কাকলি ঘোষদস্তিদার। তাঁর কথায়, আমরা আগে বলতাম ৭টি এইমস এবং ২০১৪ সালের আগে পর্যন্ত সময়ে ৩৯০টি মেডিক্যাল কলেজ রয়েছে। যদিও গত ১০ বছরে ১৬টি এইমস এবং ৩১৫টি মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। কিন্তু পড়ানোর জন্য অধ্যাপক কোথায়? দেশে চিকিৎসকরা পর্যাপ্ত পারিশ্রমিক পাচ্ছেন না। একইসঙ্গে রাজ্যের বকেয়া নিয়েও সরব হন তিনি। তৃণমূলের তরফে বাকি দুই বক্তা ছিলেন শতাব্দী রায় এবং প্রতিমা মণ্ডল। এদিন রাজ্যসভায় তৃণমূলের তরফে বক্তা নাদিমূল হক এবং ডেরেক ও’ব্রায়েন।
আরও পড়ুন- শপথ নিলেন ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন