প্রতিবেদন : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ৫ ফেব্রুয়ারি বিকেলে ঝটিকা সফরে দিল্লি আসবেন মুখ্যমন্ত্রী। পরেরদিন ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ বিষয়ক উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে যোগ দেবেন তিনি। ওই কমিটিকে আগেই চিঠি লিখে নিজের অসহমতের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে দলগুলি ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’-এ অসহমত জানিয়েছে, তাদের সঙ্গে বৈঠক করবেন কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
আরও পড়ুন-২১ লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা পৌঁছে দিতে বাজেটেই থাকছে টাকার সংস্থান
৬ ফেব্রুয়ারি বিকেলেই আবার কলকাতায় ফিরে যাবেন মুখ্যমন্ত্রী, এমনটাই খবর।এক দেশ-এক নির্বাচন নীতি কীভাবে বাস্তবায়িত করা যাবে তার উপায় সন্ধানে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গড়ে দিয়েছে মোদি সরকার। কোবিন্দের নেতৃত্বে উচ্চপর্যায়ের ওই কমিটির সচিব নীতেন চন্দ্রকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই চিঠি লিখে প্রশ্ন তুলেছেন, ‘এক দেশ’ বলতে কী বোঝানো হচ্ছে। সাংস্কৃতিক-রাজনৈতিক কিংবা ঐতিহাসিক পটভূমিতে এক দেশের অর্থ আমরা বুঝি। কিন্তু ভারতের সংবিধানের শর্ত অনুযায়ী এক দেশের অর্থ তাঁর কাছে বোধগম্য নয়। চারপাতার ওই চিঠিতে তিনি প্রশ্ন তুলেছিলেন, ভারতের সংবিধানে কি এর কথা বলা হয়েছে। যেহেতু ভারতের সংবিধানে এই ধরনের কোনও কথা বলা হয়নি তাই, এই বিষয়টিকে এড়িয়ে গিয়ে এক দেশ এক নির্বাচনের কথা ভাবাই যায় না। লিখিত আপত্তির পর এবার সবিস্তারে সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করতেই দিল্লি আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে গত ডিসেম্বরে দিল্লি এসেছিলেন মুখ্যমন্ত্রী। তখন তিনি একদিকে যেমন বাংলার বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অন্যদিকে তেমনি ইন্ডিয়া জোটের বৈঠকেও যোগ দিয়েছিলেন।