প্রতিবেদন : কিছুদিন আগেও নিজের কোম্পানিতে লোকসান থেকে শুরু করে ব্যক্তিগত আয়ের নিরিখেও বেশ খারাপ অবস্থাতেই ছিলেন। এরপর ২০২২ সালের শেষের দিকে তাঁর সম্পত্তি একেবারে তলানিতে পৌঁছয়। কিন্তু তিনি হাল ছাড়েননি। ধীরে ধীরে তাঁর সংস্থা মেটার হাত ধরে ফের বিশ্বের ধনীদের তালিকায় তালিকায় প্রথম স্থানে উঠে এলেন মার্ক জুকারবার্গ। সূত্রের খবর, ২০২২ সালের শেষ দিকে জুকারবার্গের সম্পত্তি নেমে গিয়েছিল মাত্র ৩ হাজার ৫০০ কোটি ডলারে। কিন্তু ধীরে ধীরে ফেসবুক-মেটা ঘুরে দাঁড়াতেই ফুলেফেঁপে ওঠে জুকারবার্গের সম্পত্তি।
আরও পড়ুন-তৃণমূল শ্রমিকনেতা খুনে গ্রেফতার ২ বিজেপি কর্মী, প্রতিবাদে উত্তাল মালবাজার
ব্লুমবার্গ বিলিনিয়র ইনডেক্সের রিপোর্টে সাফ জানানো হয়েছে, বর্তমানে মেটা সিইওর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০ কোটি ডলার। এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। পিছনে ফেলেছেন বিল গেটসকেও। তবে ব্যক্তিগতভাবে মার্ক জুকারবার্গ আগে কখনওই এত সম্পত্তির মালিক ছিলেন না। ২০২৪ সালের শুরুতেই এল সুখবর। আগামী মার্চ মাস থেকে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে চলেছে মেটা। সেখান থেকেই বছরে প্রায় ৭০ কোটি ডলার পাবেন জুকারবার্গ। তবে এই প্রথম নয়, এর আগেও গত বছরের এপ্রিল মাসে একদিনে ১০ বিলিয়ন ডলার আয় করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন জুকারবার্গ। রিপোর্ট অনুসারে, শেয়ারবাজারে মেটার মূল্য ১২ দশমিক ৮ শতাংশ বেড়ে যাওয়ায় একদিনেই ১০ বিলিয়ন ডলার সম্পত্তি বেড়ে গিয়েছিল জুকারবার্গের। তখন মুকেশ আম্বানিকে সরিয়ে বিশ্বের ধনীদের তালিকায় ১২ নম্বরে উঠে এসেছিলেন জুকারবার্গ। সেই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৮ হাজার ৭৩০ কোটি ডলার।