অপরাজিতা জোয়ারদার, করণদিঘি: রাজা কর্ণ সিংয়ের নামেই উত্তর দিনাজপুরের করণদিঘির নাম। বছরে তিনটি অনুষ্ঠান হয় এই দিঘি ঘিরে— পৌষ মাসে বগিয়া উৎসব, বৈশাখে সিধুয়া উৎসব ও অগ্রহায়ণে ছটপুজো। বগিয়া উৎসবে হাজার হাজার মানুষ উপস্থিত হন এই পুকুরপাড়ে। ঐতিহাসিক এই জায়গার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে রাজ্য সরকারের অর্থানুকূল্যে এখানে তৈরি হতে চলেছে ইকো টুরিজম পার্ক।
আরও পড়ুন-রামচন্দ্রই ভারতে একমাত্র আরাধ্য নন
পুকুরের আমূল সংস্কার, ঘাট বাঁধানোর কাজ শুরু হচ্ছে। বিধায়ক গৌতম পাল বলেন, বিধায়ক হওয়ার আগে থেকেই করণদিঘির এই পুকুরের সংস্কার নিয়ে চিন্তাভাবনা ছিল। এলাকার রাজবংশী সম্প্রদায় পয়লা বৈশাখে সিধুয়া মেলা উপলক্ষে স্নান করেন এই পুকুরে। পাশের শিবমন্দিরে পুজো দেন অসংখ্য ভক্ত। দশদিন চলে মেলা। সেই ঐতিহ্যময় অনুষ্ঠান মাথায় রেখে পুকুর সংস্কার ও ঘাটনির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন করণদিঘিতে বিনোদনমূলক পার্ক ছিল না। তাও হবে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, বিধায়ক তহবিল, ফিশারি দফতর ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে ২ কোটি ২১ লক্ষ টাকা প্রথম দফায় অনুমোদন মিলেছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন।
আরও পড়ুন-উন্নয়নেই লোকসভায় ভাল ফল : ফিরহাদ
আশা করা যাচ্ছে, দেড় বছরেই কাজ শেষ হবে। আগামী দিনে এই অত্যাধুনিক পার্ক, ইতিহাস বিজড়িত করণ রাজার পুকুর দেখতে ট্যুরিজমের সৃষ্টি হবে। রিসর্ট গড়ে উঠলে বাড়বে কর্মসংস্থান। জেলা পরিষদ সভাধিপতি পম্পা পাল বলেন, প্রত্যেক উৎসবেই আমি শামিল হই। এই পুকুরেই ছটমায়ের ব্রত করি।