আজ, সোমবার সকালে উত্তর পাকিস্তানে (North Pakistan) খাইবার পাখুতুনখোয়া প্রদেশের একটি পুলিশ থানায় জঙ্গিদের হামলার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে। এই হামলা সংক্রান্ত বিষয়ে খাইবার পাখুতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান আখতার হয়াত গন্দাপুর জানিয়েছেন, দেরা ইসমাইল খান জেলার চুওয়াধোয়াঁ পুলিশ থানায় হামলাটি হয়। এই পুলিশ থানায় তিরিশ জনেরও বেশি জঙ্গি একসঙ্গে তিনদিক দিয়ে হামলা চালায়। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে দুই পক্ষের গুলির লড়াই চলে।
আরও পড়ুন-শঙ্কর মহাদেবন ও জাকির হুসেনের ঝুলিতে গ্র্যামি অ্যাওয়ার্ড
প্রসঙ্গত, গত ডিসেম্বরে পাকিস্তানের বালোচিস্তানে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী এক গোষ্ঠী। সেই হামলায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছিল। ২৯ জানুয়ারির গভীর রাতে বালুচিস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মাচ এবং কোলপুর কমপ্লেক্সে এই হামলা চালানো গয়। পরে যদিও বালোচ লিবারেশন আর্মি সেই হামলার দায় স্বীকার করে। বেশ কয়েকদিন ধরে পশ্চিম এবং উত্তরপশ্চিম পাকিস্তানের পরিস্থিতি ভাল নয়। ইরানের সঙ্গেও সংঘাতে জড়িয়েছিল পাকিস্তানি সেনা। দুটি হামলায় সীমান্তের দু’দিকেই সাধারণ মানুষের প্রাণ হারায়।
আরও পড়ুন-কার্শিয়াংয়ের পাহাড়ি ছেলের ঝুলিতে সিলভার এগ অ্যাওয়ার্ড
উল্লেখ্য, পাক এয়ারস্ট্রাইকে ইরানে চার শিশু এবং তিনজন মহিলার মৃত্যু ঘটে। দু’জন পরুষেরও মৃত্যু হয়। এর আগে পাকিস্তানের ভূখণ্ডে অভিযানে দুই শিশুর মৃত্যু হয় বলে জানায় ইসলামাবাদ। শুধু তাই নয়, ২৭ জানুয়ারি ইরানের সারাভান শহরে সিরকন অঞ্চলে বন্দুকবাজদের হামলায় ৯ পাকিস্তানির মৃত্যু হয় বলে জানা যায়।