বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে দাঁড়াল রাজ্যসরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা প্রশাসনের উদ্যোগে ও জয়পুরের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির সহযোগিতায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সহায়ক যন্ত্র প্রদান কর্মসূচি সফল ভাবে চলছে জেলা জুড়ে। সোমবার উত্তর দিনাজপুর জেলায় ইসলামপুর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় জয়পুর ফুট ক্যাম্পের সূচনা হল। এদিন উর্দু একাডেমি প্রাঙ্গণে বিশেষচাহিদা সম্পন্ন ব্যক্তিদের সহায়ক সরঞ্জাম, হিয়ারিং এড, হুইলচেয়ার, ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়। মহকুমাশাসক আব্দুস সামাদ, পুর চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালা-সহ বিডিও প্রমুখ। জেলায় ৫টি জায়গায় এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন- পাঁচ বছরে ১২ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৩ লক্ষ কোটির জালিয়াতি! অভিষেকের প্রশ্নে স্বীকার কেন্দ্রের