গুজরাটের (Gujrat) পান্ডেসরাতে একটি চার বছর বয়সী মেয়ে কুকুরের আক্রমণে করুণ পরিণতির সম্মুখীন হয়। ৪ বছরের শিশু সুরমিলা আখ আনতে যায় আর কুকুররা তার ওপর একপ্রকার ঝাঁপিয়ে পড়ে ঝোপের মধ্যে টেনে নিয়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও নতুন সিভিল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। পান্ডেসরার ভেস্তানের সিদ্ধার্থনগরের শান্ত পরিবেশ চার বছর বয়সী সুরমিলার মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে উঠেছে।
আরও পড়ুন-কুয়েতের রহস্যজনক নৌকা গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে, আতঙ্ক মুম্বইতে
প্রত্যক্ষদর্শীরা জানান বেশ কয়েকটি কুকুর সুরমিলার উপর আক্রমণ শুরু করে, এরপর তার গলা ধরে এবং তাকে কাছের ঝোপের মধ্যে টেনে নিয়ে যায়। একজন পথচারী ঢিল ছুঁড়ে কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করে এবং তারপর কুকুরগুলি ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু ততক্ষনে গুরুতর আহত হয় শিশুটি। তাকে বাঁচানোর জন্য বহু প্রচেষ্টা করা হয়। সুরমিলাকে অজ্ঞান অবস্থায় নিউ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তার আঘাতের তীব্রতার বর্ণনা দেয় পরিবারকে। কিন্তু শেষরক্ষা হয় না। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।