প্রতিবেদন : এই নিয়ে বছরের শুরুতেই পাঁচজন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হল মার্কিন মুলুকে। সর্বশেষ ঘটনাটিতে একটি পার্ক থেকে উদ্ধার হয়েছে ভারতীয় গবেষক ছাত্রের দেহ। বিদেশে পড়তে গিয়ে ফের মর্মান্তিক পরিণতি ভারতীয় পড়ুয়ার। সোমবার সন্ধ্যায় একটি পার্ক থেকে সমীর কামাথ নামে ওই ভারতীয় গবেষকের দেহ উদ্ধার হয়। তিনি ইন্ডিয়ানার পারডু ইউনিভার্সিটিতে গবেষণা করছিলেন।
আরও পড়ুন-নজরে লোকসভা, জয়ললিতার দল এবার ভাঙাল বিজেপি
২৩ বছর বয়সী সমীর ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর ২০২১ সালে তিনি পারডু বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। গত বছর অগাস্ট মাসে পারডু ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর পাশ করেন। এরপর গবেষণায় মন দেন, আগামী বছরই কাজ শেষ হওয়ার কথা ছিল। তিনি আমেরিকার নাগরিকত্বও পেয়েছিলেন। এসবের মাঝেই তাঁর রহস্যমৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা। পারডু বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা নাগাদ ‘ক্রোস গ্রোভ’ নামে এক পার্ক থেকে সমীর কামাথকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে, এই বিষয়ে পুলিশের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। চলতি বছরেই পাঁচজন ভারতীয় পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হল আমেরিকায়। দিন কয়েক আগেই এই পারডু বিশ্ববিদ্যালয়ের আর এক ভারতীয় পড়ুয়া নীল আচার্যের দেহ উদ্ধার হয়েছিল। পরপর পড়ুয়াদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় দূতাবাসও।