প্রতিবেদন : বাংলা কখনও মাথা নত করে না, মাথা নত করবেও না। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলা ঠিকই শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত হবে। বুধবার হাওড়ার সাঁতরাগাছিতে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন চলবে। মনে রাখবেন, আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, আমার মৃত্যুও হবে আন্দোলনের মধ্য দিয়ে।
আরও পড়ুন-১৬ ফেব্রুয়ারি সাংগঠনিক ভার্চুয়াল বৈঠক অভিষেকের
মুখ্যমন্ত্রীর সাফ কথা, আমার নাম আন্দোলন, আমার নাম সংগ্রাম। বাংলাকে অনেক এগিয়ে দিয়েছি, আরও এগোতে হবে। বাংলা বিভিন্ন প্রকল্পে দেশে প্রথম বলে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আমরা একশো দিনের কাজে এক নম্বরে, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তা— সব কিছুতেই আমরা এক নম্বরে। বাংলা এক নম্বরে রয়েছে বলেই, ওদের এত গাত্রদাহ। বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে। বাংলাকে ওরা ভাতে মারতে চাইছে। কিন্তু এত সহজে বাংলা মাথা নত করবে না। তিনি বলেন, আমাকে সরকার চালাতে হয়। সংসারও চালাতে হয়। প্রাপ্য টাকা বন্ধ করে দেওয়া হলেও কীভাবে সরকার চালাতে হয়, তা জানি। মা-বোনেরা যেভাবে সংসার চালায়, সেভাবেই আমিও সরকার চালাচ্ছি, চালিয়েও যাব। কেন্দ্রকে নিশানা করে তাঁর স্পষ্ট কথা, শ্রমিক-কৃষক কাউকে বঞ্চিত হতে দেব না। আমি সারাজীবন মার খেয়ে এসেছি। আমি ভয় পাই না। আমাদের ধরনা চলছে, ধরনা চালিয়ে যাব। একশো দিনের ২১ লক্ষ জব কার্ড হোল্ডার, যাঁরা ২ বছর ধরে টাকা পাননি, তাঁদের টাকা রাজ্য সরকার ইতিমধ্যে পাঠাতে শুরু করেছে। আমরা প্রকল্পের ৭৫ শতাংশ খরচ করি, আর ২৫ শতাংশ খরচ করে কেন্দ্র। সেটা আবার একটাই মাত্র ট্যাক্স জিএসটি থেকে। আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে গিয়ে মাছের তেলে মাছ ভেজে এখন কৃতিত্ব দাবি করছে। এরপরই তিনি সোজাসাপ্টা জানিয়ে দেন, আমি আপনাদের পাহারাদার। আমি জমিদার নই, জোতদার নই। সাধারণ নাগরিক হিসেবে আমি আপনাদের পাহারাদারের মতো থাকব।