কেন্দ্রের বঞ্চনার জবাব বাজেটেই দিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যে একশো দিনের কাজের ২১ লক্ষ বঞ্চিত শ্রমিক প্রাপ্য পাননি। কেন্দ্রের কাছে দরবারের পর লাগাতার ধরনা-আন্দোলন চলেছে। তারপরও কেন্দ্র বঞ্চনা চালিয়ে যাচ্ছে। তারই জবাবে ২১ লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে ২১ ফেব্রুয়ারি বকেয়া দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার রাজ্য বাজেটে তার প্রতিফলন ঘটালেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আরও পড়ুন- গঙ্গাসাগর সেতু, শিল্প সেতু, ফ্লাইওভার, ইকোনমিক করিডর! পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ ঘোষণা
রাজ্যের একশো দিনের কাজের বকেয়া মেটাতে বাজেটে মোট ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বর্তমান অর্থবর্ষে। রাজ্য সরকার সমস্ত জেলাশাসক এবং বিডিওদের নির্দেশ দিয়েছে, ২১ ফেব্রুয়ারির মধ্যেই সেই টাকা বঞ্চিতদের কাছে পৌঁছে দিতে। কেন্দ্রীয় বঞ্চনার জবাব দিয়ে রাজ্য সরকার বুঝিয়ে দিল তাঁরা গরিব মজদুর মানুষের পাশে রয়েছে।