প্রতিবেদন : নারী ক্ষমতায়নের আন্তরিক প্রয়াস প্রতিফলিত হয়েছে এবারের রাজ্য বাজেটে। কেন্দ্রের বঞ্চনার যোগ্য জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে শনিবার মহানগরীর রাজপথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। শুধু শহরে নয়, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জেলায়-জেলায়, ব্লকে-ব্লকে মিছিল করবে মহিলা তৃণমূল। মহানগরীতে মূল মিছিল শুরু হবে গোলপার্কে, বেলা ৩টে নাগাদ। বিভিন্ন পথ পরিক্রমা করে সেই মিছিল শেষ হবে হাজরা মোড়ে। বৃহস্পতিবার পেশ হয়েছে ঐতিহাসিক রাজ্য বাজেট।
আরও পড়ুন-জেলবন্দি হয়েও পাকিস্তানের রাজনীতির নিয়ন্ত্রক ইমরান! ভোটের ফলে শরিফ-ভুট্টোর চাপ বাড়ল
অনেকেই একে বাংলার ইতিহাসের সেরা বাজেট বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সর্বস্তরের মানুষের কথা ভেবে বাজেট তৈরি করেছেন একবাক্যে তার প্রশংসা করছেন বিশেষজ্ঞমহলও। মুখ্যমন্ত্রীর এই প্রগতিশীল চিন্তাধারার বার্তাই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেবে এই মিছিল। শুক্রবার সারাদিন ধরেই চলেছে এই মিছিলের প্রস্তুতি। কর্মী-সমর্থকদের সঙ্গে দফায় দফায় জরুরি বৈঠকও করেছেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মিছিলের উদ্দেশ্য ব্যাখ্যা করে সাংবাদিকদের বলেছেন, আমরা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে এই বাজেট তৈরি করেছি। রাজ্য জুড়ে জেলা ও ব্লক স্তরে ৫ হাজার মহিলা এই কর্মসূচি পালন করবে। কলকাতাতেও শনিবার বেলা ৩টের সময় আমরা কেন্দ্রীয়ভাবে গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করব। মিছিল থেকে মা-বোনেরা মুখ্যমন্ত্রীকে এই বাজেটের জন্য ধন্যবাদ জানাবেন। এবারের বাজেটে মহিলাদের মানোন্নয়নের লক্ষ্যে বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ। এবার থেকে আর মাসিক ৫০০ নয়, ১০০০ করে পাবেন মহিলারা। এসসি, এসটি মহিলারা ১০০০ টাকার পরিবর্তে পাবেন মাসিক ১২০০ টাকা। চলতি বছরের এপ্রিল মাস থেকেই তা কার্যকর হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এতদিন রাজ্যের কোষাগার থেকে মাসিক খরচ হত ১০৯০ কোটি টাকা। পরে ৯ লক্ষ নতুন করে যুক্ত হওয়ায় ৪৫ কোটি টাকা মাসিক খরচ বাড়ে। এবার সেই খরচ আরও বাড়ল। সবমিলিয়ে এবারের বাজেট প্রকৃত অর্থেই মানবিকতার বাজেট। সাধারণ মানুষকে এমন বাজেট উপহার দেওয়ার জন্যই মিছিলে পা মিলিয়ে মুখ্যমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাবেন রাজ্যের মহিলারা।