‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-অভিষেকের অভিযোগ গ্রহণ শীর্ষ আদালতের
ঋতুরাজ
ঋতু চলে গেছে ঋতুরাজ হয়ে
পড়ে আছে স্মৃতির পাহাড়
ঋতুরাজের ঋতু বসন্তে
ছত্রে ছত্রে বাহার।
ঋতু মানেই সৃষ্টি
ঋতু মানেই চেতনা
গন্ধে বর্ণে ছন্দে স্বপ্নে
নিজেই নিজের প্রেরণা।
চলে গেছে ঋতু, হয়ে গেছে ইতি?
পড়ে আছে শুধু জুঁইফুল স্মৃতি।
যেখানেই থাকো, সেখানেই গড়ো
নতুন পৃথিবী সৃষ্টি করো।
নতুন পথের তুমি স্বপ্ন মূর্ছনা
রৌদ্র ছাওয়ায় তুমি সুর জোছনা
তুমি শিল্পীর প্রেরণা
তুমিই তোমার তুলনা
আবার এসো গো ফিরে
বাংলার মাটির মাঝারে।