‘বাংলার রাজনীতির ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে’, বললেন শোকাহত অভিষেক

Must read

কেওড়াতলা মহাশ্মশানে এদিন সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, “গতরাতে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণ সংবাদ পেয়ে শোকস্তব্ধ হয়ে পড়ি। দীপাবলির রাতে আচমকাই অন্ধকার নেমে আসে। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন ভূমিকায় তিনি দক্ষতা ও সততার সঙ্গে কাজ করেছেন। যখনই তাঁর সাহায্যপ্রার্থী হয়েছি, তিনি সবসময় অভিভাবকের মতো পাশে দাঁড়িয়েছেন, মূল্যবান পরামর্শ দিয়েছেন। তাঁর উপদেশ আগামীতেও আমাদের পথ চলার প্রেরণা জোগাবে। তাঁর জীবনাবসান আক্ষরিক অর্থেই বাংলার রাজনীতিতে ইন্দ্রপতন, একটি যুগের অবসান হল বলা চলে। রাজনৈতিক পরিসরের বাইরে তাঁর সাথে আমাদের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক ছিল। আজ কেওড়াতলা মহাশ্মশানে এই বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা আমাদের প্রিয় অভিভাবকের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করলাম, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হল। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, শুভানুধ্যায়ী ও অগণিত অনুরাগীদের প্রতি জানাই গভীর সমবেদনা। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। বাংলার রাজনীতির ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

আরও পড়ুন-গান স্যালুটে চিরবিদায় সুব্রত মুখোপাধ্যায়কে, শেষ শ্রদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

 

Latest article