রাতের রূপনারায়ণ নদীর (Rupnarayan river) সৌন্দর্য অপরূপ। নদীতে নৌকা নিয়ে আসছিলেন রবীন পাত্র, যিনি নৌকার মাঝি। কিন্তু সমস্যা হল যাত্রীর হিসেবে না করেই নৌকায় একেবারে গাদাগাদি ভিড়। হঠাৎ নৌকাতেই জল উঠে যায়। ক্রমে তলিয়ে যেতে শুরু করে নৌকাটি। সতর্ক করলেও যাত্রীদের কথা কানে নেননি তিনি। তিনি আশ্বাস দেন ঠিক ওপারে চলে যাবে নৌকা। কিন্তু মাঝপথেই ডুবে যায় নৌকা। এই ঘটনার ফলে নৌকার মাঝিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন-অসুস্থ মিঠুন চক্রবর্তী, হাসপাতালে চিকিৎসাধীন
নৌকাডুবির ঘটনার পর পুলিশ নদীতে তল্লাশি শুরু করে। ঘটনাস্থলে যান বিধায়ক সুকান্ত পাল। রাতে যান হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া। নদীর দু’দিক থেকে পুলিশ তল্লাশি শুরু করেছে। জানা যাচ্ছে, লিলুয়া থানার বেলগাছিয়া থেকে কয়েকটি পরিবার বাগনানের বাকসিতে পিকনিক করতে যায়। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দুধকামরা ঘাটের কাছে ত্রিবেণী পার্কে তারা পিকনিক করতে গিয়েছিলেন। বিকালে তারা পিকনিক থেকে ফিরছিলেন। তারা দুটি নৌকাতে গেলেও আসার সময় একটি নৌকায় ফিরছিলেন। অতিরিক্ত ভার হয়ে যাওয়ায় সেই নৌকাই মাঝনদীতে টলমল হয়ে যায়। জল উঠে নৌকাটি উলটে যায়।