অসংসদীয় আচরণের দায়ে বিধানসভা থেকে সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা সহ পাঁচ বিধায়ককে। চলতি অধিবেশনের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে। সন্দেশখালি ঘটনাকে সামনে রেখে বিরোধীরা সোমবার তুমুল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্ঠা করে বিধানসভায়। স্বাভাবিক কাজকর্ম বাধা দেন। অধিবেশনে প্রশ্নোত্তরপর্ব শুরু হতেই তুমুল উত্তেজনা ছড়ায় বিধানসভায়। এদিন বিশেষ পোশাক পরে বিধানসভায় আসেন বিরোধী বিধায়করা। যাতে মৌখিক আপত্তি জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়কদের পোশাক খুলতে বলেন তিনি। এমন পোশাক বিধানসভায় বাঞ্ছনীয় নয় বলে মত তাঁর। কিন্তু তাঁর নির্দেশ অমান্য করেন তাঁরা। উল্টে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান। এরপরই ৬ জন বিজেপি বিধায়কে সাসপেন্ড করেন অধ্যক্ষ। অধিবেশনকক্ষে অসংসদীয় আচরণ করার জন্য ৩৪৮ ধারাতে সাসপেন্ড করা হয়। স্পিকার সাসপেন্ড করেছেন বিরোধীদল নেতা অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, মিহির গোস্বামী, বঙ্কিম ঘোষ এবং তাপসী মণ্ডলকে। চলতি অধিবেশনের শেষ দিন পর্যন্ত তাঁরা সাসপেন্ড থাকবেন বলে অধ্যক্ষ জানান।
আরও পড়ুন- কৃষক আন্দোলন রুখতে দিল্লিতে টানা ১ মাস ১৪৪ ধারা জারি করল শাহের পুলিশ!