প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মপ্রচারের আর এক নির্লজ্জ নিদর্শন প্রকাশ পেল এবার। রাজ্যের থিয়েটার দলগুলিকেও এবার রক্তচক্ষু দেখাতে শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার। তবে সেই রক্তচক্ষুকে পদানত করেছেন শিক্ষামন্ত্রী তথা বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু। প্রধানমন্ত্রীর গুণকীর্তন করলে তবেই কেন্দ্রীয় অনুদান পাবে বাংলার থিয়েটারের দলগুলি, এই মর্মে এক নির্দেশিকা এসেছে বলে মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে জানান ব্রাত্য বসু।
আরও পড়ুন-দিনের কবিতা
থিয়েটারের মাধ্যমে প্রধানমন্ত্রীর গুণকীর্তনের পরিকল্পনা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রে এই পরিকল্পনাকে ঘৃণাভরে প্রত্যাখ্যানের আর্জি জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে তিনি রাজ্যের সমস্ত থিয়েটার দলের কাছে কেন্দ্রের এই অভিসন্ধি বর্জন করার আবেদন রেখেছেন। ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লেখেন, কেন্দ্রের বিজেপি সরকার লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের সব ক’টি থিয়েটার দলকে প্রধানমন্ত্রীর মহিমাবাচক ও গুণকীর্তন করা একটি ছোট নাটিকা পাঠিয়ে বলেছেন, এর অভিনয় সর্বত্র করতে হবে। অভিনয়টি না করলে কেন্দ্রের পাঠানো মোটা অনুদান ও ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ ফের সেই বঞ্চনার হুঁশিয়ারি। রাজ্যের সঙ্গে প্রতি ক্ষেত্রে বঞ্চনার পরও সাধ মেটেনি। আবারও থিয়েটার দলকে ভীতি প্রদর্শন করে সস্তার প্রচারের তাগিদ। ব্রাত্য বসু আরও লেখেন, পশ্চিমবঙ্গের থিয়েটার দলগুলি যেহেতু মূলত বামপন্থী সেকুলার, তাই আমরা আশা রাখতেই পারি, এই নির্লজ্জ প্রস্তাব তাঁরা সবাই ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন! নিজের এই লেখার সঙ্গে কেন্দ্রের পাঠানো ছ-পাতার ছোট নাটিকাটিও পোস্ট করেছেন মন্ত্রী। হিন্দিতে লেখা সেই নাটিকাটির নাম ‘লে আয়ে বাপস সোনে কি চিড়িয়া’। ওই নাটকের পাতার ছবি করে পোস্ট মন্ত্রী লিখেছেন, ঠেলার নাম বাবাজি, কাকে বলে দ্যাখ এবার।