কলেজ চত্বরে দেবী সরস্বতীর কুরুচিপূর্ণ একটি মূর্তি পূজিত হলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) (ABVP) বুধবার আগরতলায় ত্রিপুরা গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে বিক্ষোভ করেছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সহযোগী ছাত্র সংগঠন এবিভিপি-র সদস্যরা এই নিয়ে প্রতিবাদ করেছেন। লিচুবাগানের সরকারি প্রতিষ্ঠানে দেবী সরস্বতীর যে মূর্তি স্থাপন করা হয়েছে, দাবি করা হয়েছে যে এটি “অশ্লীল” এবং ভারতীয় সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতির পরিপন্থী। অবশেষে ইনস্টিটিউট কর্তৃপক্ষকে একটি শাড়ি দিয়ে মূর্তিটি ঢাকতে বাধ্য করা হয়।
আরও পড়ুন-তেলের বিল বকেয়া ১৯ কোটি টাকা কেন্দ্রের বিরুদ্ধে আজ উত্তরে প্রতিবাদ
রাজ্যের এবিভিপি ইউনিটের যুগ্ম সম্পাদক দিবাকর আচার্জি এই বিষয়ে জানান যে তাদের সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এই ধরনের যে কোনও উদ্যোগের তীব্র বিরোধিতা করে। তিনি আরও বলেন, ‘সকালে আমরা সবাই খবর পেলাম সরকারি আর্ট অ্যান্ড ক্রাফট কলেজে খুব অশ্লীল এক দেবী সরস্বতীর মূর্তি তৈরি করা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আমাদের প্রতিবাদ জানাই। আমরা কলেজ কর্তৃপক্ষকে সেখানে পূজা বন্ধ করতে বাধ্য করি এবং ছাত্রদের প্রতিমার গায়ে শাড়ি পরিয়ে দিতে বাধ্য করি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের উদ্যোগের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই।’