২১ লক্ষ জব কার্ড হোল্ডার যাঁরা ১০০দিনের কাজ করেও কেন্দ্রীয় বঞ্চনায় টাকা পাননি- ২১ ফেব্রুয়ারি তাঁদের টাকা দেবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের বকেয়ার দাবিতে রেড রোডের ধর্নামঞ্চ থেকে বিরাট ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কিন্তু পরে দেখা যায়, সংখ্যাটা আরও বেশি- সাড়ে ২৪ লক্ষ। সেই কারণে এই অর্থ প্রদান এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হল। বৃহস্পতিবার, বিধানসভায় বাজেট বিষয়ে বক্তৃতায় জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ১ মার্চ সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এপ্রিলের মধ্যে কেন্দ্র না দিলে বাংলার ১১লক্ষ মানুষের আবাস যোজনার টাকা ১ মে থেকে দেবে রাজ্য। বড় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা ভোটের আগে একের পর এক মাস্টারস্ট্রোক তৃণমূল সভানেত্রীর। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে চলা ধর্নার দ্বিতীয়দিনে মঞ্চ থেকে ১০০ দিনের বকেয়া মজুরি নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বলেন, কেন্দ্রের কাছে ভিক্ষা চাইবেন না। ” ২১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যকাউন্টে ২১ ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে। সেই টাকা দেবে রাজ্য সরকার।” সেই মতো কাজ শুরু করলে দেখা যায়, ২১ লক্ষ নয় সংখ্যাটা সাড়ে ২৪ লক্ষ। সেই মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে টাকা পাঠাতে একটু সময় লাগছে। এক সপ্তাহ সময় চেয়ে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “১০০ দিনের কাজের টাকার প্রাপকের সংখ্যা কিছুটা বেড়েছে। সমীক্ষা করে দেখা গিয়েছে, ২১ লক্ষের বদলে ওই টাকা পাবেন সাড়ে ২৪ লক্ষ। তাঁদের সবাইকে টাকা দিতে আরও অর্থের দরকার। রাজ্য সরকারের সেই ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে। তাই ২১ ফেব্রুয়ারির বদলে ১ মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে।”
আরও পড়ুন- সাংসদ পদে মনোনয়ন জমা সাগরিকা, মমতা বালা ঠাকুরের
১০০ দিনের কাজ থেকে আবাস, গ্রামীণ রাস্তা- বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত বাংলা। কাজ করিয়েও টাকা দেওয়া হয়নি ১০০দিনের কাজের শ্রমিকদের। তার প্রতিবাদে লাগাতার ৪৮ ঘণ্টা ধর্না দেন তৃণণূল সভানেত্রী। ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বার দেখা করে এসেছি। তারপরও রাজ্যের বকেয়া টাকা দেয়নি।” কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এর পরেই তাঁর ঘোষণা, “২১ লক্ষ জবকার্ড হোল্ডারকে ২১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাব। টাকা দেবে রাজ্য সরকার। আমরা ভিক্ষা চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিয়ে কথা রাখি।” এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”আমি ২১ ফেব্রুয়ারি টাকা দেব বলেছিলাম। কিন্তু আরও কিছু দিন সময় লাগবে। কারণ, সমীক্ষা করে দেখা গিয়েছে, প্রাপ্য জব কার্ড হোল্ডারদের সংখ্যা ২১ লক্ষ নয়।”
আবাসের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে ধর্না মঞ্চ থেকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ”আবাস প্রকল্পের টাকা বন্ধ রয়েছে। তা-ও আমরা দেব। আবাস যোজনার অধীনে থাকা ১১ লক্ষ মানুষের টাকাও বন্ধ রয়েছে। যদি কেন্দ্র ওই অর্থ এপ্রিলের মধ্যে না মেটায় তবে ১ মে থেকে আমরা ওই টাকা দেব।”