মর্মান্তিক ঘটনা উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। বিস্ফোরণে মৃত্যু ৪ শিশুর। গৌরব মহোৎসব অনুষ্ঠানে বাজি পোড়ানোর সময়ে এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের পাশাপাশি ঘটনার তদন্তে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) চিত্রকুটে বুন্দেলখণ্ড গৌরব মহোৎসব পালিত হচ্ছিল। অনুষ্ঠান উপলক্ষ্যে সেখানে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ, পাশাপাশি উপস্থিত ছিল শিশুরা। সেখানেই বাজি পোড়ানোর সময় ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ শিশুর। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে উপস্থিত হন চিত্রকুটের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিআইজি। পাশাপাশি সেখানে উপস্থিত হয় ফরেন্সিক দল, বোম ডিসপোজাল স্কোয়াড। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। গোটা ঘটনার তদন্ত চলছে। খুব শীঘ্রই নয়াদিল্লি, লখনউ, প্রয়াগরাজ ও আগ্রা থেকে বিশেষ দল এখানে আসছে। যত দ্রুত সম্ভব আমরা তদন্ত শেষ করব। এই ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। একইসঙ্গে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে সরকার।
আরও পড়ুন- একতরফা বিরোধীদের অভিযোগ শুনবেন না, চোপড়া যাবেন বোস