‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-আজ বাজেট পেশ কলকাতা পুরসভায়
পাহাড় পৃথিবী
মেঘ ছায়ার
রৌদ্র মায়ায়
নিরিবিলি মেঘঝঙ্কার।
ছায়া বীথির
স্বর্ণালঙ্কারের চূড়ায়
হালকা মেঘ-অহঙ্কার।
সঞ্চিনি-শঙ্কিনী
সংকিনী ভাসিনির ভেলায়
সবুজায়নের অলঙ্কার
পাতাবাহার, অর্কিড
ও ক্যাকটাস বারান্দায়
ফুলই জগতের মণিহার।
পাহাড়ে পাহাড়ের
স্তর থেকে স্তরে,
ঝোরার ঝরা জলে;
প্রকৃতির জল
ফোয়ারা গড়ে।
পাহাড়ের কোলে কোলে
মেঘ-রৌদ্রর
লুকোচুরির খেলায়
দেখবে ছায়াবীথি মায়াবী
মেঘ কুয়াশায়
ঘুম ভাঙায় পাহাড়
এটা তো পাহাড় পৃথিবী।