সংবাদদাতা, মালদহ : কথা বলেন পরিবারের লোকজনের সঙ্গে। মন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত যুবতীর পরিবার। আর্থিক সাহায্যের পাশাপাশি আগামিদিনে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী। এমনকী অভিযুক্তের কঠোর শাস্তির দাবিও তোলেন মন্ত্রী সাবিনা।
আরও পড়ুন-ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ পঞ্চম দিনে
স্থানীয় বাসিন্দাদের দাবি, খুন হয়ে যাওয়া যুবতী জল্পনা মণ্ডল (২৫) তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। বুধবার, সরস্বতী পুজোর দিন সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শ্রীপুর কলোনি এলাকায়। রাতেই পুজো উপলক্ষে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। জল্পনা সবজি কাটার জন্য এক প্রতিবেশীর বাড়িতে হাঁসুয়া আনতে যান। তারপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। রাতভর নিখোঁজ থাকার পর ভুট্টার খেত থেকে বিবস্ত্র অবস্থায় এক যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় মোথাবাড়ি থানার হামিদপুর এলাকায়। মৃতার পরিবার দেহ চিহ্নিত করে। তাঁদের অভিযোগ, তাঁদের মেয়েকে ধর্ষণ করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। মৃতার বাড়ি মোথাবাড়ি থানার শ্রীপুর কলোনি এলাকায়। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।