সংবাদদাতা, বোলপুর : অফলাইন ক্লাস শুরু হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সরকারের নির্দেশে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ খুলছে ১৬ নভেম্বর। অথচ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী খুলছে ১ ডিসেম্বর। এ নিয়েই বিতর্ক বিভিন্ন মহলে। অভিযোগ, কোভিড বিধি নিয়ন্ত্রণ রাজ্য সরকারের অধীন। সেখানে বিশ্বভারতী নিজের নিয়মে চলছে। এক অধ্যাপক বলেন, বিশ্বভারতী রাজ্যকে উপেক্ষা করে আলাদা নির্দেশিকা দিতে পারে না। কোভিড বিধি রাজ্যের এক্তিয়ারেপড়ে। ১ ডিসেম্বর থেকে শুরু হবে দশম থেকে দ্বাদশ, স্নাতক, স্নাতকোত্তর পর্যন্ত সমস্ত ক্লাস৷ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। বলা হয়েছে, যে সকল পড়ুয়ার ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া আছে, কেবল তাঁরাই বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাস করতে পারবেন।