প্রতিবেদন : উন্নয়নের ডালি সাজিয়ে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দু’দিনের জেলা সফরে শনিবারই তিনি পৌঁছন বীরভূমে। আজ, রবিবার বীরভূমের সদর শহর সিউড়িতে তিনি প্রশাসনিক সভা করবেন। দেউচা-পাঁচামি কয়লা খনি প্রকল্পের জমিদাতাদের হাতে তুলে দেবেন সরকারি চাকরির নিয়োগপত্র। এ-ছাড়াও একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেলা সফরকে ঘিরে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি সেরে ফেলেছে প্রশাসন। শনিবার রাতে অন্ডাল এয়ারপোর্ট থেকে সড়কপথে শান্তিনিকেতনে পৌঁছন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কোর কমিটির নেতা থেকে শুরু করে জেলার নেতা-নেত্রীদের প্রয়োজনীয় বার্তা দেন। আজ, সিউড়ির চাঁদমারি ময়দানে সরকারি কর্মসূচি রয়েছে তাঁর। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হিসেবে দ্রুত দেউচা-পাঁচামির বাস্তবায়নে তিনি উদ্যোগী। তাই জমিদাতাদের পাশে দাঁড়াবেন নিয়োগপত্র প্রদান করে। উদ্বোধন করবেন বাউল বিতানের। বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়েরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের শেষে রবিবারই তিনি সিউড়ি থেকে আকাশপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।
আরও পড়ুন: স্বাস্থ্যবিমা নিয়ে দ্বিচারিতা করছে কেন্দ্র : চন্দ্রিমা