দুবাই : বিরাট কোহলির ৩৩তম জন্মদিনে তাঁর প্রশংসায় মুখর হলেন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় ক্রিকেট মহলে বহুদিন ধরেই বিরাট ও অশ্বিনের ব্যক্তিত্বের লড়াই নিয়ে চর্চা চলছে। জোর জল্পনা, ভারত অধিনায়কের গুডবুকে নেই বলেই টি-২০ বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে অশ্বিন সুযোগ পাননি।
আরও পড়ুন-বর্ণবৈষম্যের অভিযোগে নির্বাসিত ইয়ার্কশায়ার
যদিও যাবতীয় গুঞ্জন উড়িয়ে স্টার স্পোর্টসে ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় বিরাটের উচ্ছ্বসিত প্রশংসা করলেন অশ্বিন। তিনি বলেন, ‘‘লাল বলের ফরম্যাটে বিরাটের নেতৃত্বে দীর্ঘদিন ধরে খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ও হৃদয় দিয়ে ক্রিকেটটা খেলে। তাই নেতা হিসেবে ওকে অসম্ভব সম্মান করি।’’
অভিজ্ঞ ভারতীয় স্পিনার আরও যোগ করেছেন, ‘‘বিরাট যেভাবে মাঠের মধ্যে নেতৃত্ব দেয়, তা দেখে আমিও অবাক হই। ভাবি এত এনার্জি ও কোথা থেকে পায়! সত্যি কথা বলতে গেলে, মাঠের ভিতরে এবং বাইরে ওর অফুরন্ত এনার্জি লেভেলকে আমি ঈর্ষা করি।’’ এখানেই না থেমে অশ্বিন আরও যোগ করেছেন, ‘‘ম্যাচ চলাকালীন বিরাটের এই এনার্জিতে আমাদের মতো বাকিরাও বাড়তি উৎসাহ পায়। একটা কথা জোর দিয়ে বলতে চাই, এই সংস্কৃতি বিরাটই দলে আমদানি করেছে।’’