সৌমেন্দু দে সিউড়ি: রাজ্যে আরও তিনটি মেডিক্যাল কলেজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। রবিবার বীরভূমের সিউড়িতে প্রশাসনিক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খতিয়ান তুলে ধরে বলেন, বাংলায় মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে রাজ্যে মোট ৩৩টি মেডিক্যাল কলেজ হল। এদিন তমলুকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ, আরামবাগে প্রফুল্ল সেন মেডিক্যাল কলেজ ও বারাসত মেডিক্যাল কলেজের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আর তারপরই তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, যারা সমালোচনা করে, যারা অপপ্রচার করে, যারা মানুষকে বিভ্রান্ত করে, তাদের শাসনকালে ক’টা মেডিক্যাল কলেজ ছিল বাংলায়? ৩৪ বছরে বামফ্রন্ট সরকারের আমলে কতগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল ছিল? সম্প্রতি সাঁইথিয়াতে স্টেট জেনারেল হাসপাতাল করে দেওয়া হয়েছে, রামপুরহাটে মেডিক্যাল কলেজ করা হয়েছে। সিউড়ি এবং বোলপুরে হাসপাতাল দুটোকে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা করে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড করা হয়েছে। যাতে রাজ্যের বাইরে গিয়েও চিকিৎসা পরিষেবা পান তাঁরা।
আরও পড়ুন-পথচলা শুরু বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের
বীরভূমে একাধিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মানোন্নয়নের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাংলায় স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহারের জন্য সাধারণ মানুষকে কোনওরকম শর্ত দেওয়া হয় না। কিন্তু কেন্দ্রের সরকারের আয়ুষ্মান প্রকল্পের আওতায় সুবিধা পেতে গেলে নানারকম শর্ত আছে। তাই চিৎকার করলে হবে না। মানুষ কী কী স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে সেটা মানুষ বিচার করে দেখবে। আমরাই মানুষের জন্য প্রকৃত উন্নয়নমূলক কাজ করি।