প্রতিবেদন : বিজেপি এভাবেই আগুন লাগায়। ধর্মান্ধতার রাজনীতি করে। তা না হলে কর্তব্যরত পুলিশ আধিকারিকের ধর্ম তুলে বিকৃত কথা বলে গদ্দাররা। মঙ্গলবার শান্ত সন্দেশখালিকে উত্তপ্ত করতে ন্যক্কারজনক মন্তব্য করলেন বিজেপির নেতা-নেত্রীরা। পুলিশের মাথায় পাগড়ি দেখে তাঁকে খালিস্তানি বলে দেগে দিলেন। এরপরই সেই ভিডিও পোস্ট করে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে সরব হয়ে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, বিজেপির বিভাজনের রাজনীতি নির্লজ্জভাবে সাংবিধানিক সীমা অতিক্রম করে গিয়েছে। বিজেপি পাগড়ি পরা প্রত্যেক ব্যক্তিকেই খালিস্তানি ভাবছে। আমি এই মন্তব্যের তীব্র নিন্দা জানাই। বিজেপি আমাদের শিখ ভাই ও বোনদের খ্যাতি ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে। জাতির প্রতি তাঁদের ত্যাগ ও সংকল্পের জন্য আমরা সম্মানিত। আমরা বাংলায় সামাজিক সম্প্রীতি রক্ষা করে চলেছি। আর বিজেপি তা ব্যাহত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজেপির এই অপচেষ্টা প্রতিরোধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব আমরা। তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপির এই ধর্মান্ধ রাজনীতির সমালোচনায় বলেন, একজন কর্তব্যরত পুলিশ আধিকারিককে ধর্ম তুলে কেন এমন কথা বলা হবে! মাথায় পাগড়ি রয়েছে বলে পুলিশ আধিকারিককে খালিস্তানি বলে দেওয়া হল! এ ধরনের মন্তব্যের পর পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে, এটাই প্রমাণ করে রাজ্যে গণতন্ত্র আছে। বিজেপির কাজ হচ্ছে খালিস্তানি, হিন্দু, মুসলিম বলে গন্ডগোল পাকানো। গদ্দাররা ন্যক্কারজনক মন্তব্য করেছেন। বাংলায় এ ধরনের ঘটনা আগে ঘটেনি, এখন পরিকল্পিতভাবে তা ঘটাচ্ছে বিজেপি। কিন্তু বাংলার মানুষকে দুর্বল ভাববেন না, বাংলা এর যথাযোগ্য জবাব দেবে।
সন্দেশখালিতে বিরোধীদের নাটক, প্ররোচনা; পুলিশকে ‘খালিস্তানি’ বলল গদ্দার, প্রতিবাদে শিখ-ধরনা
তীব্র নিন্দা করে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী, কড়া পদক্ষেপে পুলিশ