প্রতিবেদন : সাড়ম্বরে ভাইফোঁটা পালন করল তৃণমূল কংগ্রেস পরিবার। আগরতলায় শনিবার ভাইফোঁটার দিন আগরতলার দলের ক্যাম্প অফিসে ফোঁটা ও মিষ্টিমুখ হল। তৃণমূল গোটা রাজ্যজুড়ে শান্তি ও সৌভ্রাতৃত্বের বার্তা দিল তৃণমূল কংগ্রেস প্রদেশ নেতৃত্ব।
এদিন ভাইফোঁটা পালন প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিক বলেন, ” আজ ভাতৃদ্বিতীয়া। আমাদের কাছে খুব প্রিয় একটি উৎসব। যেখানে বছরে একটা দিন ভাইবোনেরা যে যেখানে থাকি এক জায়গায় মিলিত হই। আজ আমরা তৃণমূল পরিবারের ভাই-বোনেরা তৃণমূলের ক্যাম্পাসে মহাসমারোহেবোনেরা ভাতৃদ্বিতীয়া পালন করেছি। তৃণমূল কংগ্রেসের খুব আনন্দের সঙ্গে ভাইদের ফোঁটা দিয়েছে।”
আরও পড়ুন : জ্বালানি থেকে ত্রিপুরা , বিজেপিকে কটাক্ষ কুণালের
এরপরই ভাইফোঁটাকে কেন্দ্র করে ত্রিপুরাবাসীর জন্য সুবল ভৌমিকের বার্তা, “ভাই-বোনেরা যেমন মিলেমিশে থাকে, ঠিক একইভাবে রাজ্যের সব ভাষার, সব বর্ণের, সব ধর্মের, সব জাতির মানুষ যেন একসঙ্গে থাকতে পারি। আমরা যেন সবাই মিলে একসঙ্গে হাতে হাত রেখে সুন্দর ত্রিপুরা গড়তে পারি, স্বপ্নের ত্রিপুরা গড়তে পারি। আমাদের নেত্রী, মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আশীর্বাদ করছেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, প্রতিনিয়ত সব ব্যাপারে আমাদের যেভাবে খোঁজ-খবর নিচ্ছেন, সহযোগিতা করেছেন, আমাদের তৃণমূলের ভাই-বোনেরা যেভাবে একটা উৎসবের মহল তৈরি করেছে সেটা অভাবনীয়। তৃণমূল কংগ্রেস শান্তির প্রতি, সম্প্রীতির প্রতি যে বন্ধন তৈরি করল তাতে আগামিদিন সুন্দর ত্রিপুরা রাজ্য গড়ে উঠবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত।”তৃণমূল কংগ্রেস শান্তির প্রতি, সম্প্রীতির প্রতি যে বন্ধন তৈরি করল তাতে আগামিদিন সুন্দর ত্রিপুরা রাজ্য গড়ে উঠবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত।”