‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
হৃদয়
হৃদয় হোক তোমার বোধোদয়
হও তুমি বোধিসত্ত্ব
তুমি তো হও অকুতোভয়
যাতে বাঁচবে মনুষ্যত্ব।।
কেন তুমি লাগামহীন ঘোড়া
ছেড়ে দিলেই বাঁধন হারা
সমর্পিত প্রাণ, কেন হবে দিশাহারা
তোমার খ্যাতি তো বিশ্বজোড়া।।
হৃদয় তোমার দরজা খোলা
করে দাও উন্মুক্ত
সংকীর্ণতা ছেড়ে দাও দাও দোলা
করো না নিজেকে অভুক্ত।।
হৃদয় তো আছে সবার
তবে তার আছে ভিন্ন ভিন্ন রূপ
রূপ সাগরে দাও না আবার
জ্বালাও না মুক্ত ধূপ।।
এ পৃথিবী তো সবার জন্য
যুগে যুগে ভালবাসা
হয়ো না হৃদয় সংকোচ পুণ্য
তুমি যে নবজীবনের আশা।।
ধন থাকলেই হৃদয় ভরে না
যদি না থাকে উন্নত চেতনা
জাগো হৃদয় হৃদপ্রেরণা
দেখাও না মনুষ্যত্বের ভাবনা।।