প্রতিবেদন : দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার সন্ধ্যায় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে গেলেন দলের মহাসচিব ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। শেষকৃত্ব্য সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের একডালিয়ার বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ছন্দ্ববাণী মুখোপাধ্যায়কে সান্ত্বনা দিয়ে এলেন। বললেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছেন। দল পাশে আছে। আমরা সবাই পাশে আছি। নিজেকে কখনও একা ভাববেন না। যে কোনও দরকারেই নির্দিধায় জানাবেন।
আমরা সবসময় আপনার সঙ্গে যোগাযোগ রাখব। দায়িত্ব আমাদের।
আরও পড়ুন : ত্রিপুরায় ভাইফোঁটা , সম্প্রীতির অঙ্গীকার তৃণমূলের
শনিবার ভাইফোঁটা। প্রত্যেক বছর এদিনটা গমগম করত এই বাড়িটা। এবছর সবটাই ফাঁকা। তাই বোধহয় আরও বেশি করে একা লাগছে সুব্রত মুখোপাধ্যায়ের বোনেদের এবং অবশ্যই আজীবনের সঙ্গী ছন্দ্ববাণী মুখোপাধ্যায়ের। মন্ত্রী ফিরহাদ হাকিমও সান্ত্বনা দেন ছন্দ্ববাণী মুখোপাধ্যায়-সহ পরিবারের বাকি সদস্যদের।
বেশ খানিক্ষন পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিম কথা বলে ছন্দ্ববাণীদেবীকে দমবন্ধ করা শোকের আবহ থেকে খানিকটা বের করে আনার চেষ্টা করেন। এই শোক কখনও যাওয়ার নয়, তবুও যতটা সান্ত্বনা দেওয়া যায় পরিবারকে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও খোঁজ নিয়েছেন ছন্দ্ববাণী মুখোপাধ্যায়ের।