সংবাদদাতা, কোচবিহার : দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে দিনহাটা বাসীর, শীঘ্রই দিনহাটা থেকে কলকাতা পর্যন্ত শুরু হতে চলেছে রকেট বাস পরিষেবা। বৃহস্পতিবার বিকেল নাগাদ দিনহাটায় এনবিএসটিসি ডিপোতে নতুন বাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এদিন এনবিএসটিসি কর্তৃপক্ষ দিনহাটা থেকে শিলিগুড়ি ভায়া মাথাভাঙা রুটের একটি এনবিএসটিসির অত্যাধুনিক বাসের শুভ উদ্বোধন করেন।
আরও পড়ুন-ধোনি-বিরাট দ্বৈরথে শুরু কোটিপতি লিগ, ২৩ মার্চ ইডেনে নামছে কেকেআর
ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, জেলা পরিষদের সদস্য শ্রাবণী ঝা, দিনহাটা এক পঞ্চায়েত সমিতির সভাপতি তপতী রায়-সহ দিনহাটা এনবিএসটিসি ডিপোর আধিকারিক-সহ অন্যরা। জানা গেছে প্রতিদিন সকাল ৮টা ৪৫ মিনিটে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত এইএনবিএসটিসি বাসটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। আবার ঐদিনই সেই বাসটি শিলিগুড়ি থেকে দিনহাটার উদ্দেশ্যে রওনা দেবে। এদিনের এই অনুষ্ঠানে এসে বক্তব্য রাখতে গিয়ে এবং পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে ৩১টি বাসের সূচনা করেছিলেন। সেই ৩১টি বাসের মধ্যে দুটি বাস দিনহাটা ডিপো পেতে চলেছে। ইতিমধ্যেই একটি বাসের উদ্বোধন এদিন হয়ে গেল। তিনি আরও জানান, আরও ১২ বাস দ্বিতীয় দফায় এনবিএসটিসি পেতে চলেছে। সেই দ্বিতীয় দফায় রকেট বাস এবং এসি বাস মিলিয়ে মোট বারোটি বাস পাবে কর্তৃপক্ষ।