প্রতিবেদন : মুম্বইয়ে হিরানন্দানি গ্রুপের অফিস-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামল ইডি। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ মুম্বইয়ে এই সংস্থার দফতরে চলে তল্লাশি অভিযান।
আরও পড়ুন-এগিয়েও হার ইস্টবেঙ্গলের
উল্লেখ্য, এই আইনেই গত সপ্তাহে সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। যদিও মহুয়া জানান, তিনি ইডির নোটিশ পাননি। পরে পাল্টা একটি আইনি চিঠি পাঠান ইডিকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে স্পষ্টভাবে বলা না হলেও মনে করা হচ্ছে, বিজেপির নির্দেশে লোকসভা ভোটের আগে মহুয়া মৈত্রকে হেনস্থা করতেই ইডির অতি সক্রিয়তা। প্রসঙ্গত, এই দর্শন হিরানন্দানির কাছ থেকে উপহারের বিনিময়ে সংসদে শিল্পপতি আদানির সংস্থার বিষয়ে প্রশ্ন তোলার অভিযোগ আনা হয়েছিল মহুয়ার বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন তৃণমূলনেত্রী। অভিযোগের যথার্থতা নিয়েও প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। কিন্তু মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই মহুয়া মৈত্রর সাংসদপদ খারিজ করে লোকসভার সচিবালয়। বৃহস্পতিবার হিরানন্দানি গ্রুপের অফিসে ইডি-অভিযান নতুন মাত্রা যোগ করল এই এপিসোডে।