প্রতিবেদন: ফের রাজ্যের প্রকল্পকে স্বীকৃতি দিতে বাধ্য হল কেন্দ্র। রাজ্যের পরিশ্রুত পানীয় জল (Drinking Water) সরবরাহ প্রকল্প এবার পেল কেন্দ্রীয় স্বীকৃতি। মোট ১০টি পুরসভা এই পুরষ্কার পেতে চলেছে। ইতিমধ্যেই উত্তরপাড়া ও চাঁপদানি পুরসভা এই স্বীকৃতি পেয়েছে। রাজ্য বিজেপির নেতারা যেখানে রাজ্যের প্রকল্পের বদনাম করছে, সেখানে বারবার কেন্দ্রের বিজেপি সরকাত্র রাজ্যের প্রকল্পকে স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে। এনিয়ে উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, রাজ্য সরকারের নির্দেশ মতোই সমস্ত প্রকল্পের কাজ করি আমরা। তাই এই স্বীকৃতি রাজ্য সরকারের। চাঁপদানির পুরপ্রধান সুরেশ মিশ্র বলেন, রাজ্যের সব প্রকল্পই মানুষের উন্নয়নের জন্য।
আরও পড়ুন- নোট বদলে কংগ্রেসের দেদার তোলাবাজি