সংবাদদাতা, হাওড়া : জেলবন্দিদের মূলস্রোতে ফেরাতে অভিনব উদ্যোগ নিল কারা দফতর। কারা দফতর ও হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মশালা হয়। প্রশাসনের নজরদারিতেই জেলবন্দিদের নিজেদের বাড়িতে রেখে কীভাবে জীবনের মূলস্রোতে ফেরানো যায়, তা নিয়েই বিশেষ কর্মশালা হল হাওড়ায়। এই ভাবনাও অভিনব, উদ্যোগও প্রশংসনীয়।
আরও পড়ুন-দিনের কবিতা
শুক্রবারের এই কর্মশালায় প্রবেশন অফ অফেন্ডার্স অ্যাক্ট, ১৯৫৮ অনুযায়ী, ৭ বছরের কম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিদের সংশোধনাগারের বাইরে এনে কীভাবে প্রশাসনের তত্ত্বাবধানে জীবনের মূলস্রোতে ফেরানো যাবে তা নিয়ে আলোচনা করেন উপস্থিত প্রত্যেকে। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা ও দায়রা আদালতের বিচারক সোনিয়া মজুমদার, অতিরিক্ত দায়রা আদালতের বিচারক প্লাবন মুখোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক ইউনিস রিশিন ইসমাইল, ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) দেবাশিস চক্রবর্তী, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক সুপর্ণা সরকার, হাওড়া সংশোধনাগারের সুপার বিনোদকুমার সিং-সহ একাধিক আইনজীবীরাও। এদিনের এই কর্মশালা জেলবন্দিদের মূলস্রোতে ফেরাতে একটা দৃষ্টান্ত স্থাপন করবে বলেই বিশ্বাস জেল কর্তৃপক্ষের। সংশোধনাগার থেকে বেরিয়ে ফের নতুন জীবন শুরু হবে জেলবন্দিদের।