প্রতিবেদন : হুগলি লোকসভার বিজেপি সাংসদ গত পাঁচ বছরে এলাকায় কোনও কাজই করেননি। তিনি অভিনেত্রী, পুরোটাই নাটক করে গিয়েছেন। তবে এবার নির্বাচনে লকেট চট্টোপাধ্যায় যেখানেই দাঁড়ান না কেন, সেখানেই হারবেন। সে হুগলি হোক বা বাঁকুড়া। তাঁকে বাঁচাবার জন্য বিজেপির বড় বড় নেতারা হুগলিতে আসছেন। কিন্তু লকেটকে জেতাতে পারবেন না। কারণ গত পাঁচ বছর ধরে তাঁর দেখা পায়নি লোকসভা কেন্দ্রের মানুষ। এই ভাষাতেই শনিবার চুচুঁড়ায় দাঁড়িয়ে জেলার বিজেপি সাংসদকে কড়া ভাষায় আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-হাওড়া-শিয়ালদহ শাখায় বাতিল একাধিক লোকাল
তিনি বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে প্রত্যেককেই জান লড়িয়ে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরতে হবে। বিজেপি যে মিথ্যাচার করে চলেছে সেকথাও মানুষকে বুঝিয়ে বলতে হবে। দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। শহর থেকে জেলা শুরু হয়ে গিয়েছে ছোট ছোট জনসভা থেকে কর্মিসভা। শনিবার বিকালে তৃণমূূলের এক কর্মিসভা অনুষ্ঠিত হয় চুঁচুড়া পুরসভার টাউন হলে। স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে আয়োজিত এই সভার মূল বক্তা ছিলেন শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক অরিন্দম গুইন, ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র-সহ হুগলি জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং চুঁচুড়া বিধানসভা এলাকার পুর ও পঞ্চায়েত প্রতিনিধিরা।