হোয়াইট হাউসের (White house) লড়াইয়ের পথে একধাপ এগিয়ে গেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জয়ী হলেন তিনি। শনিবার সাউথ ক্যারোলিনা রিপাবলিকানে প্রেসিডেন্ট নির্বাচনের (Republican President Election) জন্য যে প্রাইমারি ইলেকশন ছিল, সেখানে নিকি হ্যালিকে হারিয়ে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার সন্ধ্যায় ৭টায় ভোট শেষ হয়েছে এবং তারপর ট্রাম্পকে জয়ী ঘোষণা করা হয়েছে। মূল প্রেসিডেন্ট নির্বাচনের আগে পরপর প্রাইমারি ইলেকশন হচ্ছে আমেরিকায়। সেরকমই এক ভোটে সাফল্য পেয়েছেন ট্রাম্প।
আরও পড়ুন-১০ মার্চ ‘ব্রিগেড চলো’র ডাক তৃণমূল কংগ্রেসের, থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
সাউথ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর নিকি হ্যালি ১৭ জনের সমর্থন পেয়েছেন, যেখানে ডোনাল্ড ট্রাম্পের ১০৭ জনের সমর্থন পেয়েছেন। নিকি হ্যালি প্রচার চালিয়ে যাচ্ছেন। আগামী নভেম্বর মাসে আমেরিকার মূল প্রেসিডেন্ট নির্বাচন। ওখানে বেশ কিছু জায়গায় গিয়ে ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক প্রচার শুরু করেছেন। আমেরিকা নতুন সূর্যোদয় দেখবে বলেও আশা করেন তিনি।